চিনাকুড়ির ব্যবসায়ীকে সুপারি কিলার দিয়ে খুন? গ্রেফতার মূলচক্রী
আমার কথা, আসানসোল, ১২ অক্টোবর:
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার চিনাকুরির গুলি কাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার। গুলি কান্ড মৃত শম্ভুনাথ মিশ্রার মেয়ের অভিযোগ এর ভিত্তিতে চিনাকুড়ির মহ: শামীম কে গ্রেফতার করে পুলিশ। ১০ দিনের পুলিশী হেফাজতের আবেদন করে আদালতে পাঠায় অভিযুক্তকে।
সুত্র মারফত জানা গিয়েছে, অভিযুক্ত মহ:শামীম সুদে শম্ভুনাথের থেকে টাকা ধার করেছিল।সেই সুদের টাকা নেওয়াকে কেন্দ্র করে বিবাদ আর তার জেরেই এই খুন। মহ. শামীম সুপারি কিলার দিয়ে খুন করায় শম্ভুনাথ মিশ্রাকে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে সেই সুপারি কিলার কে ধরার চেষ্টা করছে।