দুর্গাপুরের বেসরকারী কারখানার ধর্ণা মঞ্চে মমতার ফেস্টুন ছিঁড়ল দুষ্কৃতিরা, কাদা লেপলো দলীয় কার্যালয়ে, উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৯অক্টোবরঃ
ধর্ণার অবস্থান মঞ্চে লাগানো দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হবি লাগানো ফেস্টুন ছেঁড়া, তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরের দেওয়ালে দলের প্রতীকের গায়ে কাদা লেপে দেওয়ার অভিযোগ রীতিমতো সরগরম হল দুর্গাপুরের সগড়ভাঙ্গার ওই বেসরকারী কারখানার সামনে।
দুর্গাপুরের সগড়ভাঙ্গার=ইয় বেসরকারী ওই কারখানায় টাকার বিনিময়ে বহিরাগতদের চাকরী দেওয়া হচ্ছে আর এর পেছনে হাত রয়েছে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতার এই অভিযোগ সাথে বহিরাগতদের নয় স্থানীয় বেকার যুবকদের চাকরী দিতে হবে ওই কারখানায় এই দাবিতে গত কয়েকদিন ধরে ওই কারখানার সামনে ধর্ণা মঞ্চ তৈরী করে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বেকার যুবকরা। সেই মঞ্চে দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের ছবি লাগানো একটি ফেস্টুন গতকাল রাতে কেউ বা কারা ছিঁড়ে দিয়ে যায়। পাশাপাশি ২৮ নং ওয়ার্ডে দলীয় কার্যালয়ের দেওয়ালেও দলের প্রতীকের গায়ে কেউ বা কারা কাদা লেপে দেয়। এই বিষয়টি নিয়ে ফের ক্ষোভে ফেটে পড়েন আই এন টি টি ইউ সির জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। তিনি বলেন কারখানার আশেপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কোকওভেন থানার পুলিশকে দেওয়া হোক। পুলিশ অপরাধীদের চিহ্নিত করুক। যারা করছে তাঁরা এসব করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টয়া করছে। প্রসঙ্গতঃ স্থানীয়দের চাকরী দিতে হবে এই ইস্যুটিকে সমর্থণ জানিয়েছেন শাসকদলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি।