আসানসোলে সোনা-রূপো পরীক্ষার দোকানে লক্ষাধিক টাকার চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসান্সোল), ২৯মেঃ
এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের ঘাঁটি গলিতে। রবিবার সোনা ও রুপোর দোকানে চুরি গেল প্রায় ২৫ লক্ষ টাকার সোনা ও রূপো । ঘটনাটি ঘটেছে আসানসোলের ঘাঁটি গলিতে। জানা গেছে আসানসোলের ঘাঁটি গলিতে প্রকাশ ল্যাবরেটরি যেখানে সোনা ও রূপো পরীক্ষা করা হয়। দোকান মালিক আজ সকালে গিয়ে দেখতে পান তার দোকান থেকে প্রায় ৮০০ গ্রামের সোনা এবং ১০ কেজির মতো রূপো চুরি গিয়েছে যার বাজার মূল্য আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গিয়ে খতিয়ে দেখে সাথে কিভাবে চুরি গিয়েছে তার তদন্ত শুরু করছে।
দোকান মালিক জানিয়েছেন তার দোকানে চুরি হয়েছে ৮০০ গ্রামের মতো সোনা এবং ১০ কেজির মত রুপো। তার বাজার মূল্য ২৫ লক্ষ টাকা। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ দোকানের চারপাশে গিয়ে তদন্ত করূপ। তবে দোকানের সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল বলে জানিয়েছেন তিনি।