বর্জ্য নিষ্কাশন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রী

আমার কথা, অন্ডাল, ২৭ মার্চঃ
বৃহস্পতিবার বিকেলে অন্ডাল ব্লকের কাজোরা পঞ্চায়েতের কোপাডাঙ্গা এলাকায় নবনির্মিত বর্জ্য নিষ্কাশন প্রকল্প পরিদর্শন করলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন জেলাশাসক এস পোন্নমবলম, অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত শুক্লা, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, অন্ডাল ও পাণ্ডবেশ্বর ব্লকের বিডিও সহ গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই প্রকল্পটির মাধ্যমে এলাকার প্রায় ৯০০ টি পরিবার থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হয়। সেগুলি বাছাই এর পর সার ও রিসাইকেলিং করা হয়। এতে পরিবেশের স্বচ্ছতা বাড়ে, কমে দূষণ। প্রকল্পটি তৈরি হয়েছে কাজোড়া পঞ্চায়েতের কোপাডাঙ্গা এলাকায়। পরিকাঠাম তৈরি করতে খরচ হয়েছে তিন লক্ষ টাকা। গোষ্ঠীর মাধ্যমে এই প্রকল্পে কর্মসংস্থানও হবে বলে জানা যায়।