ভুয়ো পুলিশের পরিচয়ে টাকা তোলার অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ‘মুখার্জি’
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ জুলাইঃ
ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা তোলা থেকে শুরু করে নানা অবৈধ কারবারে লিপ্ত থাকার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। ধৃত ব্যাক্তি ‘মুখার্জি’ নামে পরিচিত, যার প্রকৃত নাম দেবাশিষ বন্দোপাধ্যায়। ধৃত ব্যাক্তিকে অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ফুলঝোড় থেকে গ্রেফতার করে নিউটাউনশিপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরে দেবাশীষ বন্দ্যোপাধ্যায় নিজেকে পুলিশের পরিচয় দিয়ে অবৈধ কারবার যেখানে চলতো সেখানেই গিয়ে টাকা চাইত বলে অভিযোগ। এলাকায় ‘মুখার্জি’ বলেও পরিচিত ছিলেন ধৃত ব্যাক্তি। এছাড়াও বিভিন্ন অবৈধ এবং অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল ওই ধৃত ব্যাক্তি বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে শনিবার রাত্রিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ ফুলঝোড় এলাকা থেকে গ্রেফতার করে দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে। তার কাছ থেকে ওয়ান সাটার বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, ” ধৃতকে হেফাজতে নিয়ে আর কোন কোন অপরাধের সঙ্গে সে যুক্ত তা জানার চেষ্টা করা হবে।”