দুর্গাপুরে স্কুলে দুষ্কৃতি তান্ডবের “রহস্য উদঘাটন”, গ্রেফতার ২
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৭ এপ্রিলঃ
চুরি আদৌ হয়েছিল নাকি হয়নি তা নিয়ে দিনভর টানাপোড়েন চলছেও মাত্র একদিনের মধ্যেই যবনিকা পতন ঘটল ঘটনায়, আর যা দাঁড়ালো তাতে দেখা গেল চুরির ঘটনাই ঘটেছে দুর্গাপুরের হেভী ইঞ্জিনিয়ারিং প্রাইমারি স্কুলটিতে। এই ঘটনায় চুরি যাওয়া সমস্তও জিনিসপত্রও উদ্ধার করতে একদিকে যেমন সক্ষম হয়েছে পুলিশ তেমন ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতারও করা হয়েছে। ধৃতরা হল, রাহুল বাউড়ি(১৮) ও নীরজ মল্লিক(৫৬)। এরা দুজনেই নিউটাউনশিপ থানার অন্তর্গত এম.এ.এম.সির বাসিন্দা। ধৃতদের আগামীকাল আদালতে পেশ করা হবে।
উল্লেখ্যঃ সোমবার বন্ধ হয়ে যাওয়া এই স্কুলটিতে দুষ্কৃতি তান্ডবের ঘটনা ঘটে যা মঙ্গলবার সকালে সকলের নজরে আসে। বিষয়টি পুলিশকে জানানো হলেও আদৌ চুরির ঘটনা ঘটেছিল কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। পরে ভাল করে পরীক্ষা করে দেখা যায় স্কুলের ল্যাবরটরি থেকে কিছু জিনিসপত্র, বাসনপত্র ও কিছু জলের কল চুরি গেছে। বিষয়টি নিয়ে তদন্তে নামে নিউটাউনশিপ থানার পুলিশ। তদন্তে নেমে সমস্ত জিনিসপত্র সহ ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে খবর এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত আছে কিনা তা জানতে ধৃতদের জেরা চালানো হচ্ছে।