পান্ডবেশ্বরে আবাসন দখলমুক্ত করতে গিয়ে প্রমিলা বাহিনীর প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছাড়লেন ইসিএল আধিকারিকরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৭জুলাইঃ
ইসিএলের আবাসন দখল মুক্ত করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে গেল পান্ডবেশ্বরের খোট্টাডিহি ওসিপি এলাকায়। ওই এলাকার আবাসনগুলি থেকে দখলদারীদের হঠাতে গেলে মহিলাদের প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে যেতে বাধ্য হন ইসিএল আধিকারিক সহ সিআইএসএফকে।
মঙ্গলবার সিআইএসএফকে সাথে নিয়ে খোট্টাডিহি ওসিপি সংলগ্ন ইসিএল আবাসন জবরদখল মুক্ত করতে যান ইসিএল আধিকারিকরা, আর তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে দখলদাররা। তাদের অভিযোগ, বিনা নোটিশে আচমকাই ইসিএল থেকে তাদের আবাসন ছেড়ে দেওয়ার কথা বলা হয়। এই বর্ষায় আচমকা তাদের ঘর ছেড়ে দিতে বললে তাঁরা এখনই কোথায় ঘরের ব্যবস্থা করবেন আর তাঁরা এখনই বা কোথায় যাবে। ওই এলাকায় তাঁরা বহুদিন যাবত বসবাস করছে। তাই তাঁরা পুনর্বাসন দাবি করে। কিন্তু ইসিএল কর্তৃপক্ষ তা মানতে রাজী না হওয়ায় ওই আবাসনে বসবাসকারী মহিলারা প্রতিরোধ গড়ে তোলেন। মহিলারা ঝাঁটা হাতে ইসিএল আধিকারিকদের দিকে তেড়ে এলে তাঁরা বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন।
এদিকে দখলদাররা এও হুঁশিয়ারী দেয় যে কর্তৃপক্ষ তাদের পুনর্বাসন না দিলে তাঁরা আগামীদিনে বৃহত্তর প্রতিরোধ গড়ে আন্দোলনের পথে পা বাড়াবেন।