একদিকে গাড়ি চড়ে রোড শো বাবুলের, অন্যদিকে পায়ে হেঁটে প্রচার জাহানারার
আমার কথা, পান্ডবেশ্বর, ২৯ এপ্রিলঃ
তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহায় হুডখোলা গাড়িতে চড়ে রোড শো করলেন আসানসোল কেন্দ্রের পর্যবেক্ষক বাবুল সুপ্রিয়। অন্যদিকে পাণ্ডবেশ্বর এর কুমারডিহি গ্রামে পায়ে হেঁটে প্রচার সারলেন সিপিএম প্রার্থী জাহানারা খান।
সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা এলাকায় হুডখোলা গাড়িতে চড়ে আসানসোল লোকসভা কেন্দ্রের জোড়া ফুল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন তৃণমূল বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন বিকেল চারটে নাগাদ রোড শো এর সূচনা হয় ঝাঁঝরা গ্রাম থেকে। ঢাক বাজিয়ে সূচনা করেন বাবুল স্বয়ং। এরপর হুডখোলা গাড়িতে চড়ে সরপি, মাঝিপাড়া, নবঘনপুর হয়ে রোড শো শেষ হয় লাউদোহা পৌঁছে। এ দিনের কর্মসূচিতে বাবুল সুপ্রিয়র সাথে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা নেতা সুজিত মুখোপাধ্যায়, দলের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক সহ অন্যান্য নেতা কর্মী সমর্থকরা। রোড শো যাত্রা পথে বাবুল সুপ্রিয়কে দেখতে উৎসাহি জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে এদিন পায়ে হেঁটে কুমারডিহি গ্রাম এলাকায় ভোট প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খান। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কুমারডিহি গ্রামের হাটতলা থেকে প্রচার শুরু হয়। গ্রামের প্রতিটি পাড়াতে কর্মী সমর্থকদের সাথে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন প্রার্থী। সাড়ে দশটা নাগাদ প্রচার পর্ব শেষ হয়। এরপর প্রার্থী প্রচার করেন পার্শ্ববতী শ্যামসুন্দরপুর গ্রাম এলাকাতে। এদিনের প্রচারে প্রার্থীর সাথে কর্মী সমর্থকরা ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর মন্ডল, দামোদর অজয় নর্থ এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন বকশি সহ অন্যরা। প্রচারের ফাঁকে প্রার্থী জাহানারা খান বলেন প্রচন্ড রোদ তাপ প্রবাহ চলছে তাই সকাল সকাল প্রচারে জোর দিয়েছি। প্রতিটি এলাকাতে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী বলে জানান তিনি।