একদিকে উচ্ছেদের নোটিশ, অন্যদিকে সেই সংস্থার জমিতেই বিধায়ক কার্যালয়, বিতর্ক
আমার কথা, দুর্গাপুর, ৭ এপ্রিলঃ
দুর্গাপুরে বিধায়ক কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠল শিল্পাঞ্চল দুর্গাপুরে। রবিবার দুর্গাপুরের আটারিয়াল রোডে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কার্যালয়ের উদ্বোধন করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। সেই কার্যালয়টি করা হয় দুর্গাপুর ইস্পাত কারখানার জমির উপরে। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। তৃণমুলের এই অভিযোগ প্রসঙ্গে সেই দিলীপ ঘোষ বলেন, তৃণমূল নিজে কি করছে? ওদের কার্যালয়গুলো কোথায় আছে? আমি তো খড়গপুরে ছিলাম। রেলের জমি, কোয়ার্টার দখল করে ওরাই তো এসব শুরু করেছে। যতক্ষণ না ওদের বেদখল করবো ততক্ষণ ওদের রাস্তাতেই হাঁটবো। আমি ময়দানের বাইরে নয়, ভেতরে ঢুকে ওদের মারবো।”
দিলীপ ঘোষের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, “চোরের মায়ের বড় গলা। বে-আইনী কাজ করে তাকে আইনী তকমা দেওয়ার চেষ্টা করছেন দিলীপবাবু। ওনারা কেন্দ্রের দায়িত্বে আছেন, তাই ডিএসপির জমিটা ওনাদের পৈতৃক সম্পত্তি মনে করছেন। দুর্গাপুরের মানুষ এটাকে ভালো মতো নেবে না। ব্যালটেই এর জবাব দেবে।”
একদিকে যখন রাষ্ট্রায়ত্ব জমির উপর বসবাসকারীদের উচ্ছেদের অভিযানে নেমেছে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। কারখানার জমির উপর অবৈধ বাড়িঘর থেকে শুরু করে দোকানপাটগুলিকে নোটিস দেওয়া হয়েছে সেগুলি ছেড়ে দেওয়ার। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোটের আবহের মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার জমির উপর এভাবে বিধায়ক কার্যালয় তৈরী আর সেই কার্যালয় উদ্বোধন বিজেপি প্রার্থীর হাত দিয়ে, এটি কি সত্যিই কোনো প্রভাব ফেলবে ব্যালটে? সেই উত্তর মিলবে ৪ঠা জুন।