একদিকে রাজ্যে কড়া হল আংশিক লকডাউন, অপরদিকে বেনাচিতি বাজারে উপচে পড়া ভিড়
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬মেঃ
বাড়তে থাকা করোনার সংক্রমণ রুখতে ইতিমধ্যেই রাজ্যে লাগু হয়েছে আংশিক লকডাউন। এবার সেই আংশিক লকডাউনও রাজ্য সরকার আরো কড়া করল। আজ রবিবার থেকে বাজারের সময়ে আনা হল পরিবর্তন। সকাল ৭-১০টা পর্যন্ত বাজার খোলা থাকবে। ১০টার পর বন্ধ করে দিতে হবে বাজার দোকানপাট। এরপর সারাদিনে আর কোনো দোকান খুলবে না বা বাজার বসবে না। তবে এই তিনঘন্টার সময়ের মধ্যে ক্রেতা বিক্রেতা প্রত্যেককেই করোনার বিধি নিষেধ মেনে চলতে হবে। মাস্ক পড়ে সামাজিক দুরত্ব-বিধি বজায় রেখে চলতে হবে।
কিন্তু দুর্গাপুরের বেনাচিতি বাজারে সকাল হতেই ক্রেতা আর বিক্রেতাদের উপচে পড়া ভিড়, একে অপরের ঘাড়ের উপর উঠে কেনাকাটার যে চিত্র ধরা পড়ল তাতে রীতিমতো চমকে উঠতে হবে। সরকারী নির্দেশিকা, করোনার স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেচাকেনার ধুম পড়ে যায় সকাল থেকেই। পাশাপাশি সকাল ১০টার পরেও বেশ কিছু দোকান খোলা রাখতে দেখা যায়। তবে এক্ষেত্রে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। উদ্যোগ নিয়ে সেই সমস্ত দোকান বন্ধ করে দেয় পুলিশ।