মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কাঁকসার দানবাবা মেলার প্রণামীর টাকা দান
পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের একটি ঐতিহ্যবাহী দানবাবা মাজারের উৎসব হয়ে গেল কিছু দিন আগে । মার্চ মাসের ১০ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত এই মেলা চলে। কিন্তু এবার মেলা শেষ হতে না হতেই শুরু হয়ে যায় লক ডাউন, আর দেশের করোনার জন্য পরিস্থিতি খারাপ হয়ে পড়েছে,
আর এই পরিস্থিতিতে দেশের সাথে রাজ্যের অবস্থাও খারাপ হয়ে পড়েছে। এই সময় রাজ্যের পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করছে এই দানবাবা মেলা কমিটির সদস্যরা। তাই এ বছর মেলায় ভক্তরা যা প্রনামী দিয়েছে সেই প্রনামী বাক্স খুলে ১০ হাজার টাকা মুখ্যমন্ত্রী তহবিলে পাঠানো হয় । মেলা কমিটির এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
মেলা কমিটির সদস্য পিরু খান জানিয়েছেন এই অর্থ বাক্সে থাকার চেয়ে রাজ্যের কাজে বেশি প্রয়োজন, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।