উড়ল সবুজ আবীর, কাঁকসায় সম্পূর্ণ হল পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া
আমার কথা, কাঁকসা, ১০ আগস্ট:
বৃহস্পতিবার কাঁকসা ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়।
তৃণমূলের কাঁকসা ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন এদিন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন শ্রীনন্দা মহান্তি, ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হন স্বপ্না বাগদী, আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান হন কণিকা বাগদি এবং কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান হন সুমনা সাহা।
ভবানী ভট্টাচার্য জানিয়েছেন পঞ্চায়েত ভোট গঠন হওয়ার পর কাঁকসা ব্লকের ওই চারটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় উন্নয়নের কাজ শুরু হবে। চারটি গ্রাম পঞ্চায়েতে প্রধান হয়েছেন চারজন মহিলা তাই মহিলারা সহনশীলতার সাথে এলাকার উন্নয়ন করবেন বলে তার দাবি।