পান্ডবেশ্বরে বাবার বাৎসরিক কাজের অনুষ্ঠানের অর্থে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরন পঞ্চায়েত সদস্যার
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৫এপ্রিলঃ
লকডাউনে সতর্কতামূলক সামাজিক দুরত্ব মেনে চলতে হবে তাই এক জায়গায় বেশী সংখ্যক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে বলে স্বর্গীয় বাবার বাৎসরিক কাজ স্থগিত রেখে সেই টাকায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করলেন পঞ্চায়েত সদস্যা। ৬০০ জন দুঃস্থকে চাল, ডাল, তেল, আলু সহ আরো বেশ কিছু সামগ্রী দান করলেন পান্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের সদস্যা যমুনা ধীবর।
করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে লকডাউন চলছে সারা দেশ জুড়ে। এই রাজ্যও তার ব্যাতিক্রম নয়, আর লকডাউনে একদিকে যেমন সংক্রমণ এড়াতে মানুষজনকে ঘরে থাকার আবেদন জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তেমনি সুরক্ষা বজায় রাখতে বাড়ির বাইরে একান্ত প্রয়োজনে বেরোলেও একে অপরের সাথে কম পক্ষে এক মিটার দুরত্ব তৈরী করে চলতে হবে বলেও নিয়ম করা হয়েছে। লকডাউনের এই সমস্ত নিয়মের কারনে ওই পঞ্চায়েত সদস্যার বাবার ১২তম বাৎসরিক কাজের অনুষ্ঠান আজ বাতিল করা হয়। প্রতি বছর এই দিনে যমুনাদেবী বাবাকে শ্রদ্ধা জানাতে বড় অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে বহু আমন্ত্রিত মানুষকে খাওয়ানো হয়। কিন্তু এ বছর লকডাউনের কারনে সেই ভোজনের অনুষ্ঠান বাতিল করে সেই অর্থে পঞ্চায়েত সদস্যার নিজের এলাকা অর্থাৎ নামোপাড়া ও পার্শ্ববর্তী মাজিপাড়ার প্রায় ৬০০জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয় এবং অবশ্যই সতর্কতামূলক সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য গোল দাগ কেটে লাইনের ব্যবস্থা করে ওই সমস্য সামগ্রী বিতরন করা হয়। এদিন যমুনাদেবীর সাথে উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।