হাতে ‘পদ্ম’ পতাকা, মুখে ‘জয় শ্রীরাম ধ্বনি’, প্রার্থীর প্রচারে শিশুরা, বিতর্ক
আমার কথা, আসানসোল, ১৩ এপ্রিলঃ
একদিন হল সদ্য প্রচার শুরু করেছেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। এরই মধ্যে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল এই প্রার্থীর বিরুদ্ধে। শনিবার কুলটি বিধানসভা এলাকায় গাড়িতে করে দলীয় কর্মীদের সাথে প্রচারে বের হন সুরিন্দর সিং আহলুওয়ালিয়া। সেই প্রচারের মিছিলে গুটি কয়েক নাবালককে দেখা গেল বিজেপির পতাকা হাতে। শুধু তাই নয় শিশু গুলির মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনিও শোনা যায়। আর এই বিষয়টি চাউড় হতেই বিতর্ক শুরু হয়ে যায় শিল্পাঞ্চল রাজনীতিতে। এই ঘটনায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগও উঠছে খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। যদিও তা অস্বীকার করেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
বিজেপি প্রার্থীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “মোদিজি যে বিকশিত ভারত বানাচ্ছেন, তা ওই শিশুদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। সেই কারনে তাঁরা আনন্দে নিজের বাবা মেয়ের সাথে হেঁটেছে।” কিন্তু এতে নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, এই প্রশ্নের উত্তরে প্রার্থী সাফ জানিয়ে দেন ওই এলাকায় এখনো কোনো নির্বাচনী বিধি লাগু হয়নি।”
শিশুদের মিছিলে হাঁটার প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “বিজেপি এখন বাল্যখিল্যদের দলে পরিনত হয়েছে। তাদের নিজেরদের দলের লোকেরাই এই প্রার্থীকে পছন্দ করছে না। তাই মিছিলে পা মেলানোর মতো লোক নেই। সেই জন্য দল ভারী করতে তাঁরা এভাবে ছোট ছোট শিশুদের দিয়ে জায়গা ভরাচ্ছে।”