বাঁকুড়ায় জনতা পুলিশের খন্ডযুদ্ধ, গ্রেফতার ১৮
আমার কথা, বাঁকুড়া, ১১ এপ্রিলঃ
রবিবার সন্ধ্যায় রামনবমীর মিছিলকে ঘিরে বাঁকুড়ার মাচানতলায় জনতা পুলিশ খন্ডযুদ্ধে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরেই অভিযানে নামে পুলিশ। সেই ঘটনায় মোট ১৮ জনকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের দাবি গতকাল রাতে ঘটনাস্থল থেকেই ওই ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ তাদের বাঁকুড়া জেলা আদালতে পাঠায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশকে আক্রমণ, বেআইনী জমায়েত সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের দাবি, ঘটনার পর পুলিশকে যারা আক্রমণ করেছিল তাদের গ্রেফতার না করে পুলিশ নিরীহ মানুষদের গ্রেফতার করেছে।