আসানসোলের ২৭ নং ওয়ার্ডে পোস্টার “বিতর্ক”, শুরু রাজনৈতিক তরজা
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৪ ফেব্রুয়ারীঃ
আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে পোস্টারকে ঘিরে বিতর্ক। রাতের অন্ধকারে কেউ বা কারা বেশ কয়েকটি পোস্টার লাগায়ক্স যেখানে লেখা আছে ভোটে যে মহিলা কর্মীরা কাজ করছেন তারা টাকার বিনিময়ে কাজ করছেন। সকালে এই পোস্টার দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। পোস্টার গুলি ছিড়ে ফেলে দেন স্থানীয়রা, আর এই ঘটনাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী।জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ এ ধরনের পোস্টার দিয়ে ২৭ নম্বর ওয়ার্ডের মহিলাদের বদনাম করা হয়েছে।
অপরদিকে ঐ ওয়ার্ডের তৃনমূলের প্রার্থী রীতা বিশ্বাস।
ঘটনা প্রসঙ্গে তৃনমুল নেতা ভি শিবদাশন বলেন, আমি শুনেছি কেউ কেউ টাকা বিলোচ্ছে। প্রশাসনকে বলব নজর রাখতে। প্রশাসন নিজের কাজ করবে।