সচেতন নাগরিকের পরিচয় দিলেন দুর্গাপুরের প্রশান্ত, বিয়ে করলেন লকডাউনের নিয়ম মেনেই
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮এপ্রিলঃ
করোনা সংক্রমন এড়াতে রাজ্যে চলছে লকডাউন আর সেই লকডাউনের নিয়মই হল ঘরে থাকুন আর একান্তই বাইরে বেরোতে হলে একে অপরের সাথে সতর্কতামূলক সামাজিক দুরত্ব বজায় রাখুন। সচেতন নাগরিক হিসেবে সরকারের এই নির্দেশিকা মানা উচিত নিজের আর সমাজের সুস্থতার জন্য। আর সচেতন নাগরিকের পরিচয়ও দিলেন প্রশান্ত মাঝি ।
করোনার এই ভয়ানক পরিস্থিতি তৈরির অনেক আগেই বিয়ের দিন স্থির হয়ে গেছিল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বীরভানপুরের প্রশান্ত মাঝির। যখন বিয়ের দিন স্থির হয় তখনও প্রশান্তর পরিবার কিংবা তার শ্বশুরবাড়ির পরিবারের কেউই ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে আগামী দিনগুলোতে কি মারাত্মক পরিস্থিতি তৈরী হতে চলেছে। যাই হোক নির্ধারিত বিয়ের দিনেই প্রশান্ত ও তাঁর স্ত্রীর চার হাত এক হয়ে গেল একদম নিয়ম মেনে। তবে লকডাউনের মধ্যে এই বিয়ে হলে লকডাউনের সমস্ত নিয়ম মেনেই তাঁরা বিয়ে করলেন। লকডাউন এর মুহূর্তে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে নব দম্পতি মুখে মাস্ক পড়ে সারলেন বিয়ে। সমাজে সচেতনতার বার্তা দিলেন এই নব দম্পতি। মুখে মাস্ক পড়ে মালা বদল থেকে সিঁদুর দান সবকিছু সুন্দর ভাবে সুসম্পন্ন হয়।
এর পাশাপাশি অসহায় দুঃস্থ মানুষদের কথা ভেবে বিয়ের অনুষ্ঠানে কোনো আড়ম্বর না করে সেই অর্থ তারা তুলে দেন ৪নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের হাতে, যাতে সেই অর্থ দিয়ে স্বপ্ন উড়ানের কমিউনিটি কিচেনের মাধ্যমে অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দেওয়া যায়। ওই নবদম্পতির নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানালেন বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়।