সিটি সেন্টারে বেসরকারি ব্যাংকে আগুন, আতঙ্ক
আমার কথা, দুর্গাপুর, ৭ এপ্রিলঃ
একটি বেসরকারী ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো দুর্গাপুরের সিটিসেন্টার এলাকায়। দুপুর আনুমানিক ২.৪৫ মিনিট নাগাদ সিটিসেন্তারের সুহট্ট মলের নিচে অবস্থিত ওই বেসরকারি ব্যাংক থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকার লোকজন। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বিভাগ ও পুলিশকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আধঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যাংকের এক আধিকারিক জানান, আজ রবিবার তাই ব্যাংক ছুটি ছিল। দুপুরে থানা থেকে আমাদের খবর দেওয়া হয় যে ব্যাংকে আগুন লেগেছে। আমরা সাথে সাথে ব্যাংকে যাই। প্রাথমিক অনুমান সার্ভার রুমে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমান কিছু বলা যাচ্ছে না।
দমকল বিভাগের আধিকারিক জানান, “খবর পেয়ে আমরা এসে দেখি ব্যাংকের এটিএমের গেটে আগুন লেগেছে। কিন্তু পরে দেখা যায় সার্ভার রুমে লেগছে আগুন। আমরা আফহ ঘন্টার চেষ্টায় আগুন নিওয়ন্ত্রণে আনতে পারি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে হছে।”