সাংবাদিকতায় উজ্জ্বল অবদানের জন্য পুরষ্কৃত হলেন অধ্যাপক ঋষিগোপাল মন্ডল

আমার কথা, বর্ধমান, ৬ মার্চঃ
সাংবাদিকতায় নিরলস ও উজ্জ্বল অবদানের জন্য পুরস্কার পেলেন ঋষিগোপাল মণ্ডল। বর্তমানে বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা কলেজের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল দুই দশকেরও বেশি সময় ধরে পেশাদার সাংবাদিকতা করেছেন। রাজ্যের প্রথম সারির দৈনিক ও স্যাটেলাইট নিউজে চ্যানেলে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পত্র পত্রিকায় বহু লেখা প্রকাশিত হয়েছে তাঁর। রাজ্য ও জাতীয় স্তরে গণজ্ঞাপনের বিভিন্ন সেমিনারে গবেষণাপত্র পাঠ করেছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার।
বর্ধমানের অন্যতম, প্রাচীন দৈনিক পত্রিকা মুক্তবাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক পুরুষোত্তম সামন্ত স্মৃতি পুরস্কার দিয়ে ঋষিগোপালবাবুকে সম্মাননা জানান কুমুদ সাহিত্য মেলা কমিটি। কোগ্রামে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বাস ভবনে আয়োজিত পনেরতম কুমুদ সাহিত্য মেলায় এই সাংবাদিক-অধ্যাপকের হাতে পুরুষোত্তম সামন্ত স্মৃতি পুরস্কার তুলে দেন মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত লোকগায়ক রতন কাহার প্রমুখ। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে নানা গুণীজনকে সম্মাননা জানানো হয়।
মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীমউদ্দীন বলেন, “পল্লী কবির আদর্শ ও চিন্তাধারাকে সামনে রেখে সাহিত্য-সংস্কৃতি জগতের মানুষদের আমরা প্রতি বছর এক ছাতার তলায় আনার চেষ্টা করি। কুড়ি বছরের বেশি সময় ধরে পেশাদার সাংবাদিকতা, সাংবাদিকতার অধ্যাপনা এবং মঞ্চ সঞ্চালনায় ঋষিগোপালবাবু যে অবদান রেখেছেন তাকে স্বীকৃতি জানাতেই এই পুরস্কার।”
পুরস্কার পেয়ে ঋষিগোপাল মণ্ডল জানান, “গঠনমূলক সাংবাদিকতা ও গণমাধ্যমের সদর্থক প্রসারের লক্ষ্যে পেশাদার অভিজ্ঞতাকে অধ্যাপনার সঙ্গে যুক্ত করে চলার এই প্রয়াস জারি থাকবে। পুরস্কার গ্রহণ সাংবাদিকতার সঙ্গে পথ চলাকে উৎসাহ দেয়। সমৃদ্ধ করে। পুরুষোত্তম সামন্তর মতো বিখ্যাত সাংবাদিকের নামাঙ্কিত পুরস্কার প্রদানের জন্য কুমুদ সাহিত্য মেলা ও আয়োজক মোল্লা জসীমউদ্দীনকে ধন্যবাদ জানাই।”