শারদ সাহিত্যের প্রকাশ ও আলোচনা
আমার কথা, দুর্গাপুর, ১০ নভেম্বর:
সংবাদদাতা প্রণয় রায়
স্বপ্নের কড়িডোরে পত্রিকার শারদ সংখ্যা ইস্পাতনগরীর এডিসন রোডে পত্রিকা দপ্তরে এক অনাড়ম্বর ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকাশিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক বিমান চট্টোপাধ্যায় রনজিত গুহ, শ্যামাপদ রায় কৃষ্ণ দেব, ডঃ বাসুদেব হাজরা, স্নেহাশীষ মুখোপাধ্যায় সহ দুর্গাপুরের অনেক কবি ও সাহিত্যিক।
পত্রিকার সম্পাদক শ্রী জয়ন্ত দত্ত জানান এবছরের শারদ সংখ্যায় মূলত পৃথিবীর পাঁচটি মহাদেশের সাহিত্যিকদের বিভিন্ন ভাষায় প্রকাশিত কবিতা ও গদ্য সাহিত্য এ পত্রিকায় অনুদিত হয়েছে। বিদেশী কবিতার অনুবাদ ও বিভিন্ন মহাদেশের সাহিত্য নিয়ে স্থানীয় কবি ও লেখকদের নানান স্বাদের লেখা এই পত্রিকায় প্রকাশিত হয় ।
এই সাহিত্য সভায় উপস্থিত সাহিত্যিকরা বর্তমান প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের ক্রমবিকাশ ও কলকাতার বাইরে মফস্বলের সাহিত্যর গতি প্রকৃতি নিয়ে আলোচনা করেন।