জীবিত গোটা পরিবারকে মৃত দেখিয়ে রেশন কার্ড বাতিল, অন্ডালে সরকারী তথ্য নিয়ে গুরুতর অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৩অক্টোবরঃ
একই পরিবারের তিন সদস্যকে মৃত দেখিয়ে রেশন কার্ড বাতিল করার অভিযোগ উঠল অন্ডাল ব্লকের খাদ্য দপ্তর এর বিরুদ্ধে। বিষয়টি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বঞ্চিত পরিবারটি। ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের মদনপুর পঞ্চায়েতের বাসকা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অতীত ঘোষের পরিবারের তিনটি রেশন কার্ড রয়েছে। একটি তাঁর, অন্যটি তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষ ও অপরটি তাঁর ৮ বছরের ছেলে আভাষ ঘোষের নামে। এই কার্ডগুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকার রেশন ডিলারের কাছ থেকে তারা খাদ্যসামগ্রী পেতেন। কিন্তু গত সপ্তাহে রেশন ডিলার তাদের জানিয়ে দেন এই কার্ডে আর রেশন পাওয়া যাবেনা , কারন কার্ডগুলি বাতিল হয়ে গেছে। কেন বাতিল হল সে বিষয়ে স্থানীয় রেশন ডিলারের কাছে কোনো সদুত্তর না পাওয়ায় অতীতবাবু গতকাল কার্ডগুলি নিয়ে অন্ডাল ব্লক এর খাদ্য দপ্তরের অফিসে যান। অফিসে কর্মরত এক আধিকারিককে কার্ডগুলি দেখিয়ে তিনি জানতে চান এই কার্ড গুলিতে কেন রেশন দ্রব্য পাওয়া যাবে না ? কম্পিউটারের তথ্য দেখে ওই আধিকারিক অতীত বাবুকে জানান যাদের নামে কার্ডগুলি রয়েছে তারা মারা যাওয়ায় তাদের কার্ড বাতিল করা হয়েছে । বিষয়টি জানার পর অতীতবাবু জানান তিনি, তাঁর স্ত্রী ও ছেলে সবাই জীবিত , কিন্তু অফিসের কম্পিউটার তথ্যে তাদের মৃত দেখানো হচ্ছে বলে অভিযোগ। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে ওই আধিকারিক সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি।
অন্যদিকে এই বিষয়টি প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিপিআইএম নেতা তুফান মন্ডল বলেন এটি গুরুতর অপরাধ, এর পেছনে চক্রান্ত আছে। শুধু অতীতবাবু বা তার পরিবার নয় এলাকার আরো বহু মানুষকে এইভাবে রেশন থেকে বঞ্চিত করা হচ্ছে। গোটা ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও এই ঘটনায় যে বা যারা জড়িত তাদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
অন্ডালের বিডিও ঋত্বিক হাজরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন । পশ্চিম বর্ধমান বর্ধমান জেলা পরিষদের মেন্টর কাঞ্চন মিত্র জানান বিষয়টি জানা নেই,খোঁজ নিয়ে বিডিওর সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করব । পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকারের ”খাদ্য সাথী”- প্রকল্প রয়েছে রাজ্যে কোন বাসিন্দাই রেশন দ্রব্য থেকে বঞ্চিত হবেন না ।