স্পিরিটের কারখানার দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন এলাকাবাসীরা, প্রতিবাদ
আমার কথা, কাঁকসা, ২৪ জুলাইঃ
তীব্র ঝাঁঝালো দুর্গন্ধের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছেন কাঁকসার বাসিন্দারা।পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি স্পিরিট তৈরির কারখানা থেকে সেই দুর্গন্ধ বের হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত যাতে দুর্গন্ধ বন্ধ করা যায় এই বিষয়ে বুধবার প্রশাসনের দ্বারস্থ হন কাঁকসার ডাকবাংলো, মনোজপল্লী সহ আশেপাশের এলাকার বাসিন্দারা। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই বিষয়ে কাঁকসার বিডিওর সাথে দেখা করে তাকে ডেপুটেশন জমা দেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস ধরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। যার কারনে ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ-বৃদ্ধাদের নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই প্রশাসন যাতে এই বিষয়ে নজর দিয়ে দুর্গন্ধ চড়ানোর জায়গা চিহ্নিত করে সেই দুর্গন্ধ ছড়ানো যাতে বন্ধ করে। সেই বিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হন।
আগামী দিনে তারা পানাগড় শিল্প তালুকের ওই কারখানার গেটের সামনে গিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলবেন। যদি তারা কোন সহযোগিতা না করে আগামী দিনে তারা রাস্তা অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, এই বিষয়ে ব্লকের পক্ষ থেকে কোন রকম পদক্ষেপ তারা নিতে পারেন না। এই বিষয়ে তারা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ দফতরকে জানিয়েছেন। তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।