“জল যন্ত্রণা”, মাত্র ১০ মিনিটের বৃষ্টিতে দুর্গাপুরে ভোগান্তি বাসিন্দাদের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০ মেঃ
মঙ্গলবার দুপুরে আচমকাই বৃষ্টি নামে শিল্পাঞ্চল দুর্গাপুরের বুকে। তুমুল বৃষ্টি হলেও তা মাত্র ১০মিনিটের জন্য। একদিকে কিছু সময়ের জন্য বৃষ্টি হলেও যেমন কিছুটা স্বস্তি পেল দুর্গাপুরবাসী তেমনি মাত্র ১০ মিনিটের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে দুর্গাপুরের ১৯নং ওয়ার্ল্ডের রামকৃষ্ণপল্লী। একাধিক বাড়িতেও জল ঢুকেছে। জল জমে গেছে রাস্তাতেও। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
তাদের অভিযোগ আগে টানা ২-৩ ঘন্টা বৃষ্টি হলে জল জমতো আর এখন মাত্র ১০ মিনিটের বৃষ্টিতেই জল জমে যাচ্ছে আর এর কারন হিসেবে তারা জানাচ্ছেন নিকাশি নালার নোংরা আটকাতে তারের জালি ব্যবহার করায় বৃষ্টিপাত হলেই উপচে পড়ছে জল। একাধিকবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনো সুরাহা মিলছে না বলে অভিযোগ। নিকাশি নালার নোংরা জল বাড়ির ভেতরে ঢুকে যাওয়ায় চরম সমস্যার মধ্যে এখন স্থানীয়রা।