বালির গাডির ধাক্কায় যুবকের মৃত্যু, ভাঙ্গচুর, বিক্ষোভ
আমার কথা, অন্ডাল, ৬ সেপ্টেম্বর:
বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শুভম রাম (২৮)। বুধবার সকালে ঘটনাটি ঘটে শংকরপুর ওসিপির সামনে। স্থানীয়রা ঘাতক গাড়িটি আটকে বিক্ষোভ দেখায়।
বুধবার সকালে বাইক নিয়ে প্রয়োজনীয় কাজে বেরিয়েছিলেন শীতলপুর ছাই ধাওড়ার বাসিন্দা শুভম রাম। শংকরপুর ওসিপির কাছে বালি বোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পিছন দিক থেকে বাইকটিতে ধাক্কা মারলে পড়ে যান শুভম। এরপর ট্রাকের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওসিপির সামনে ভিড় যেমন স্থানীয়রা। ঘাতক ট্রাকটিতে ভাঙচুর করা হয়। বিক্ষোভ দেখান স্থানীয়রা। খবর পেয়ে আসে বনবহাল ফাঁড়ির পুলিশ। মৃতদেহ ও ঘাতক গাড়িটি ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিদিন ইসিএল এর অসংখ্য বালির ট্রাক যাতায়াত করে। রাস্তা থানাখন্দেয় ভরা, যান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। অবিলম্বে রাস্তা সংস্কার ও যান নিয়ন্ত্রণের দাবি জানান তারা।