দিনে দুপুরে হিরাপুর থানা এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৩১ জানুয়ারীঃ
আসানসোলের হিরাপুর থানার ধ্রুপডাঙাল এলাকায় দিনদুপুরে একটি সোনার দোকানে লুটপাট চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। দুষ্কৃতিরা সংখ্যায় চারজন ছিল বলে জানা গিয়েছে। দোকান মালিক রবি বর্মনকে দুষ্কৃতিরা মারধর করে লুটপাট চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে হিরাপুর থানার পুলিশ ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।
রবি বর্মনের ভাই ভিকি বর্মন জানান, আজ সোমবার দুপুরে তার দাদা রবি বর্মন দোকানে বসে ছিলেন, সেই সময় দুজন দুষ্কৃতি খরিদ্দার সেজে দোকানে ঢোকে। এর কিছুক্ষণ পর আরো দুজন দুষ্কৃতিও আসে ওই দোকাবে। এদের মধ্যে একজন জল খেতে চায়। দোকানের ভেতরে একটি ঘরে রবি বাবু জল নিতে গেলে দুষ্কৃতিরাও তার পেছনে পেছনে ওই ঘরে ঢুকে রবিবাবুর উপর চড়াও হয়। দুষ্কৃতিদের সাথে ভোজালি, আগ্নেয়াস্ত্র ছিল, যা দিয়ে তারা রবিবাবুর মাথায় আঘাত করে তাকে কাবু করে ফেলে। এরপর দোকানে লুটপাট চালায়। দোকানের সমস্ত সোনা ও রূপোর গয়না দুষ্কৃতিরা নিয়ে গেছে বলে দাবি ভিকিবাবুর।
ঘটনার খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ পৌছে তদন্ত শুরু করেছে। পুলিশ সুত্রে জানা গেছে এলাকার সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।