নিরাপত্তারক্ষীদের ঘরের ভিতর আটকে রেখে কোলিয়ারীতে ডাকাতি
আমার কথা, পান্ডবেশ্বর, ৭ অক্টোবর:
নিরাপত্তারক্ষীদের উপর হামলা সাথে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালো পান্ডবেশ্বরের বাঁকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারীতে।
এমডিও প্রজেক্টের দরুন তিলাবনী কোলিয়ারীর উৎপাদন কিছুদিন হল বন্ধ হয়েছে উৎপাদন। সেই কারনে ওই খনিতে কমেছে শ্রমিকের সংখ্যা৷ বর্তমানে কোলিয়ারীর যন্ত্রাংশ দেখাভালের দায়িত্ব রয়েছে বেসরকারী নিরাপত্তারক্ষীদের উপর। রবিবার রাতে ২০-২৫ জনের একটি দুষ্কৃতির দল হামলা চালায় বলে অভিযোগ। মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি ঘরে বন্ধ করে লুটপাট চালায়। লক্ষাধিক টাকার দামি দামি যন্ত্রাংশ ডাকাতি করে নিয়ে যায়। পাশাপাশি কোলিয়ারির সিসি ক্যামেরাগুলিও নষ্টের চেষ্টা করে দুষ্কৃতিরা। নিরাপত্তারক্ষী দিনেশ মন্ডল জানান, দুষ্কৃতিরা সকলেই মুখে কাপড় বেঁধে এসেছিল। খবর দেওয়া হয় পুলিশকে। পান্ডবেশ্বর থানার পুলিশ কোলিয়ারীতে গিয়ে তদন্ত শুরু করেছে।