দুর্গাপুরে জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু স্কুটি চালকের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ এপ্রিলঃ
লরির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটি চালকের। মৃতের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ব্যাক্তির বয়স আনুমানিক ৪৮ বছর হবে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পিয়ালা গ্রামের কাছে পিয়ালা পাম্প স্টেশন সংলগ্ন ১৯ নং জাতীয় সড়কের উপর।
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা গিয়েছে, রবিবার ওই ব্যাক্তি, স্কুটিতে করে আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন। সেই সময় পিয়ালা পাম্প স্টেশনের কাছে সড়কের উপর একটি রাস্তা কাঁটা মেসিঙ্কে পাশ কাটাতে গিয়ে ডান দিকে সরে যান ওই স্কুটি চালক। সেই সময় পেছন থেকে একটি দশ চাকার লরি পেছন থেকে এসে ওই ব্যাক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পলাতক লরির খোঁজ শুরু করেছে পুলিশ। পরিস্থিতি দেখে স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যাক্তি হয়ত ডিউটি যাচ্ছিলেন, কারন সাথে তার টিফিন ক্যারিয়ারে খাবার দাবার ছিল। মৃত ব্যাক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।