অকল্যান্ডে কমনওয়েলথে ৬টি সোনা পেলেন দুর্গাপুরের সীমা
admin
December 1, 2022

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১ ডিসেম্বরঃ
অকল্যান্ডে আয়োজিত কমনওয়েল ভারত্তোলন ২০২২ প্রতিযোগিতায় ইতিমধ্যেই নিজের ঝুলিতে ছয় ছ’টি স্বর্ণপদক ভরে ফেলেছেন দুর্গাপুরের সোনার মেয়ে সীমা দত্ত চ্যাটার্জি।
২৮ নভেম্বর থেকে এই কমনওয়েলথ পাওয়ার লিফটিং ফেডারেশন দ্বারা আয়োজিত কমনওয়েলথ পাওয়ার লিফটিং প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতা শুরু হয় যেখানে ৬৩কেজি বিভাগে ইকুইপড বেঞ্চপ্রেস ও ক্লাসিক বেঞ্চপ্রেস প্রতিযোগিতায় ৬টি সোনা পান সীমা দত্ত চ্যাটার্জি৷