কড়া হল আংশিক লকডাউন, বেপরোয়া পানাগড়ের বাসিন্দারা রেশন দোকানের লম্বা লাইনে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৬মেঃ
আজ অর্থাৎ রবিবার থেকে আরো কড়া হল রাজ্যের আংশিক লকডাউন। রাজ্যে যেভাবে করনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে যার কারণে রাজ্য সরকারকে লকডাউনের সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু যে কারণে লকডাউন এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই পানাগর বাজারের বাসিন্দাদের। রবিবার সকাল থেকেই পানাগর বাজার এর একটি রেশন দোকানে রেশন নেওয়ার জন্য ভিড় জমান এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ রেশন দোকান নিত্যদিন দেরি করে খোলায় রেশন দোকানের সামনে নিত্যদিন ভিড় জমে যায়। যেখানে অন্যান্য রেশন দোকান সকাল ছটায় খুলে দেওয়া হচ্ছে সেখানে পানাগর বাজারে রেশন দোকান টি নিত্যদিন দেরি করে খোলায় বহু মানুষ রেশন নিতে এসে সামাজিক দূরত্ব না মেনেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন। যার জেরে ভিড় জমেছে এলাকায়। এর ফলে করোনা ভাইরাসের সংক্রমণ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে।