কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা
আমার কথা, দুর্গাপুর, ১৮ অক্টোবর:
শিল্পাঞ্চল দুর্গাপুরে এসে অবৈধ কয়লা পাচারের সিন্ডিকেট নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে এর জন্য তিনি যেমন মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন, তেমনই এই বিষয় সাংবাদিকরা কেন চুপ রয়েছে তা নিয়েও তুললেন প্রশ্ন।
প্রসঙ্গত: ফের নতুন উদ্যোমে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে শুরু হয়েছে অবৈধ কয়লার কারবার। ২১ সেপ্টেম্বর থেকে নতুন সিন্ডিকেটের হাত ধরে এই কয়লার পাচার শুরু হয়েছে। ১লা সেপ্টেম্বর আমাদের পত্রিকা “সময়ের ধ্বনি” ও ৪ঠা সেপ্টেম্বর আমাদের অনলাইন নিউজ পোর্টাল “আমার কথা নিউজ” এ এই নতুন সিন্ডিকেট চালু হতে চলেছে বলে সর্বপ্রথম খবর প্রকাশিত হয়েছিল। সেই খবরের সত্যতা প্রমানিত হয় ২১ সেপ্টেম্বর বারাবনি থেকে যেদিন প্রথম বেআইনি কয়লা ভর্তি ৮০ টি ট্রাক বেরিয়েছিল পাচারের উদ্দেশ্যে। এরই মধ্যে রানীগঞ্জের নারায়নকুড়িতে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে খোলামুখ কোলিয়ারীর চাল ধসে চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের। যদিও বিরোধীরা দাবি করছেন পুলিশ ও প্রশাসন আসল তথ্য চেপে যাচ্ছে। তিনজন নয় সাতজনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এদিকে ওয়াকিবহাল মহল মনে করছে নতুন সিন্ডিকেটে কয়লার জোগান দিতে গিয়েই এই বিপত্তি। এই দুই খবরের জেরে কয়লা পাচারের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১৩ অক্টোবর আসানসোলে দাঁড়িয়ে তিনি দেন কড়া পদক্ষেপের হুশিয়ারি। এরপর মঙ্গলবার দুর্গাপুরে একটি পুজোর উদবোধন করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনিও এই অবৈধ কয়লা কারবারের নতুন সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হন। রানীগঞ্জের ঘটনারও তীব্র নিন্দা করে দায়ভার চাপান রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর, তেমনই আবার সাংবাদিকরা কেন এই বিষয়ে নীরব রয়েছে বলেও প্রশ্ন তোলেন। এদিকে, বিজেপির রাজ্য সভাপতির হুশিয়ারীর পর কেটে গেছে আরো পাঁচটা দিন। কিন্তু এখনো সেভাবে দেখা গেল না কোনো পদক্ষেপ নিতে। তবে রানীগঞ্জের ঘটনার পর বিধায়িকা অগ্নিমিত্রা পল রানীগঞ্জ থানার সামনে ধর্ণা দিয়েছিলেন। এছাড়া সেভাবে কোনো বড় পদক্ষেপ নিতে এখনো পর্যন্ত্য দেখা যায়নি বিরোধীদের। অথচ কয়েক মাস আগে পর্যন্ত এই অবৈধ কয়লা কারবার নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তদন্ত করতে দেখা গেছিল। গ্রেফতারও হয়েছিলেন ইসিএলের বেশ কয়েকজন আধিকারিক, কিন্তু ফের কয়লা পাচার শুরু হল অথচ তা নিয়ে বিজেপি গর্জালেও বর্ষাচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।