আশাহত দুর্গাপুরবাসী, উচ্ছেদ নিয়ে নিরুৎসাহী শুভেন্দু
সমস্ত আশায় জল ঢেলে দুর্গাপুরবাসীকে হতাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিন কয়েক ধরে এ শহরে দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ অভিযান ঘিরে সরগরম হয়ে রয়েছে শিল্পাঞ্চল। সাংসদ থেকে শুরু করে বিধায়ক সকলেই আশ্বাস দিলেও সেভাবে কাউকে সদর্থক ভূমিকা নিতে এখনও পর্যন্ত্য দেখা যায়নি এই উচ্ছেদ আটকানোর ব্যাপারে। তাই শেষ ভরসা হিসেবে তাঁরা তাকিয়ে ছিলেন শুভেন্দু অধিকারীর দিকে। তিনি এলেন সভা করলেন আবার চলেও গেলেন। শুধু যাওয়ার সময় তড়িঘড়ি সাংবাদিকদের কাছে একটি বাক্যই বলে গেলেন “হতে দেবো না” কিন্তু তাতে সেই জোর ছিল না বলে মনে করছেন শহরের সেই ব মানুষরা যারা আশায় ছিলেন তাদের পাশে এসে দাঁড়াবেন এই বিজেপি নেতা। দুর্গাপুরে এসে দুর্গাপুর নিয়ে কথা ছিল কম, পঞ্চায়েত নির্বাচন নিয়েই মূলতঃ বক্তব্য রাখতে উৎসাহ দেখা গেল এই বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারী বলেন বাংলায় তৃণমূলকে হাঁটাতে একমাত্র বিজেপি-ই বিকল্প। বিজেপিই পারবে দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত করতে, বৃহস্পতিবার দুর্গাপুরে বিজেপির দলীয় সভায় বললেন শুভেন্দু অধিকারী।
পূর্ব ঘোষণা মত বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের ডিপিএল সংস্থার কল্পতরু মেলা ময়দানে জনসভা করল বিজেপি। ময়দানে সভা করার অনুমতি না মেলায় গতকাল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক জানিয়েছিলেন বিনা অনুমতিতেই তারা সভা করবেন। সেইমতো বিনা অনুমতিতেই এদিন বিজেপির সভাটি হয় কল্পতরু ময়দানে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি তথা বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এদিন মমতা ব্যানার্জি ও তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন সদ্য সমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত ভোটে মমতা ব্যানার্জির নির্দেশে ভোট লুট করেছে তৃণমূল। এই কাজে এসডিও, বিডিও, জেলাশাসকদেরও ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেন শুভেন্দু বাবু। বলেন আমরা (বিজেপি) ৫৪ হাজার আসনে প্রার্থী দিতে পেরেছি ত্রিস্তর পঞ্চায়েত ভোটে। সন্ত্রাস, লুট করে জিতেছে তৃণমূল । অবাধ নিরপেক্ষ ভোট হলে বিজেপির ফল ভালো হতো । নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শাসক দলকে একহাত নেন শুভেন্দু বাবু । বলেন তৃণমূল মানেই এখন চোরেদের দল। কয়লা, বালি, লোহা, গরু, চাকরি, ভোট সব লুটের সাথেই জড়িত তৃণমূল সরকার ও তাদের দলের নেতারা।
শুভেন্দু অধিকারী বলেন বিজেপি হচ্ছে বাংলার মানুষের ভরসা। বাংলাকে বাঁচাতে পারে একমাত্র বিজেপিই । বিজেপি পারবে তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করতে। সিপিএম দলের উদ্দেশ্যে শুভেন্দু বাবু জোট বার্তা দেন । সিপিআইএম নেতৃত্বের উদ্দেশ্যে বলেন তৃণমূলকে উৎখাত করতে এগিয়ে আসুন । পাশাপাশি তিনি বলেন গতবার লোকসভার ১৮ টা সিট জিতেছিল বিজেপি । এবারে ৩৬ টা সিট জিতবো বলে দাবি করেন তিনি । এদিনের জনসভায় মেয়াদ উত্তীর্ণ দুর্গাপুর পৌরসভার ভোট ও রাষ্ট্রয়াত্ব সংস্থা ডিএসপির জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কি বলেন তা জানার কৌতুহল ছিল দুর্গাপুরবাসীর । কিন্তু দুটি প্রসঙ্গেই সরব হতে দেখা যায়নি বিরোধী দলনেতাকে । বক্তৃতায় শুধুমাত্র একবার তিনি বলেন অবিলম্বে পৌরসভা ভোটের ঘোষণা করতে হবে । সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উচ্ছেদ প্রসঙ্গে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেওয়া হবে না বলে জানান শুভেন্দু বাবু ।