কাঁকসায় পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় উত্তেজনা
আমার কথা, কাঁকসা, ১০ আগস্ট:
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে কাঁকসার চারটি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর দুপুর বারোটা নাগাদ ১৪৪ ধারা অমান্য করে কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে শাসক বিরোধী দলের কর্মী সমর্থকদের ভিড় জমতেই পঞ্চায়েত কার্যালয়ের সামনে উত্তেজনার সৃষ্টি হয়। পঞ্চায়েতের সামনে থেকে ভিড় সরিয়ে দেয় পুলিশ।
ঘটনাস্থলে আসেন কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ। কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল।
বিজেপির কাঁকসা দু’নম্বর মন্ডলের সভাপতি পরিতোষ বিশ্বাসের অভিযোগ, পঞ্চায়েতের সামনে শাসকদলের কর্মী সমর্থকরা থাকলেও তাদের কর্মী সমর্থকদের পুলিশ সরিয়ে দেয়।
অপরদিকে বোর্ড গঠন প্রক্রিয়া শান্তিপূর্ণ হলেও বামেদের জয়ী প্রার্থীরা পঞ্চায়েত থেকে বেরিয়ে যায় এমনটাই জানিয়েছেন তিনি।