পতাকা লাগানো নিয়ে ডেভিডে বিজেপি তৃণমূলের অশান্তি
আমার কথা, দুর্গাপুর, ১৩ আগস্ট:
একটি তোরনে পতাকা, ছবি লাগানো নিয়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ঝামেলা আর তার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল দুর্গাপুরের বি-জোনের ডেভিড এলাকায়।
দিন দুই পরেই সারা দেশ জুড়ে পালিত হবে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষ্যে গত বছর থেকে ঘর ঘর তিরঙ্গা নামে এক কর্মসূচী পালন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এ বছরও সেই কর্মসূচী নেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে দুর্গাপুরের বি-জোনের ডেভিড হেয়ার মোড়ে বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলীর নেতৃত্বে একটি তোরণ বানিয়ে তাতে দলীয় পতাকা লাগানোর কাজ চলছিল। অভিযোগ এই পতাকা লাগানোতে আপত্তি করে তৃণমূলের কর্মীরা। এরপরেই বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ, আর তা থেকেই দুপক্ষের মধ্যে বচসা বেধে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছোয় বিজোন ফাঁড়ি ও দুর্গাপুর থানার পুলিশ বাহিনী। বিষয়টি বড় আকার নেওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে সরিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরে তোরনটি খুলে ফেলা হয় বলে জান গিয়েছে।