কাঁকসায় পারিবারিক অশান্তি করে বাড়ি ছাড়া ব্যাক্তির ফিরল মৃতদেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২এপ্রিলঃ
দুর্গাপুরের কাঁকসার রাজকুসুম গ্রাম সংলগ্ন এলাকার সেচ খালের পার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। মৃতের নাম নারায়ণ হেমব্রম (৪০)। বছর চল্লিশের মৃত নারায়ন হেমব্রম কাঁকসার ফারাকি ডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গতকালইয়ুরথাত বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে অশান্তি করে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় রাজকুসুম এলাকায় সেচ খালের পাড়ে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে মৃতের নাম ও পরিচয় জানতে পারে পুলিশ। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।