পানাগড়ে এখনো পৌঁছোলো না নিহত জওয়ানের মরদেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১৫ নভেম্বরঃ
একদিকে আবহাওয়া খারাপ তার সাথে যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালেও এসে পৌঁছালো না মনিপুরে সন্ত্রাসবাদি হামলায় শহীদ আসাম রাইফেলের জওয়ান মুর্শিদাবাদের বাসিন্দা শ্যামল দাসের মরদেহ।
রবিবার শ্যামল দাসের মরদেহ প্রথমে পানাগড় বায়ুসেনা ছাউনিতে আসার কথা। এরপর পানাগড় সেনাছাউনি থেকে সড়ক পথ ধরে মরদেহ মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল।
সেনা সূত্রে জানা গেছে রবিবার বিকাল ৪টা ৩০ নাগাদ পানাগড় বায়ু সেনা ছাউনিতে মরদেহ ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে আসার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে ও যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার মরদেহ নিয়ে আসা সম্ভব হয়নি। তবে সোমবার ভোরে মরদেহ নিয়ে আসার কথা থাকলেও সাথে সেনাবাহিনীর তরফ থেকে প্রস্তুতি নেওয়া হলেও এখনো পর্যন্ত শবদেহ এসে পৌঁছায়নি পানাগড়ে।