রেলের বাধায় বন্ধ হয়ে গেল মন্দির নির্মাণের কাজ
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৫ নভেম্বরঃ
রেল কর্তৃপক্ষের বাধায় বন্ধ হয়ে গেল মন্দির নির্মাণের কাজ। ঘটনাটি অন্ডাল রেল স্টেশনের ১৩ নম্বর রেল কলোনি এলাকার। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ১৩ নম্বর রেল কলোনি এলাকায় কৃষ্ণ পুজো হয়। এতদিন পুজোর আয়োজন হতো খোলা জায়গায়। ছিল না স্থায়ী কোন মন্দির বা কাঠামো। সম্প্রতি স্থানীয়দের উদ্যোগে মন্দির নির্মাণ কাজ শুরু হয়। কাজ চলছিল শেষ পর্যায়ে। এমন অবস্থায় বৃহস্পতিবার রেলপুলিশ সাথে নিয়ে আধিকারিকরা এসে নির্মাণ কাজ বন্ধ করার আদেশ দেন। বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ বেশ কিছুদিন ধরে মন্দির নির্মাণের কাজ চললেও আগে রেলপুলিশ আপত্তির কথা জানায়নি। রেলের ভূমিকায় স্বভাবতই ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেল আধিকারিক জানান রেলের জমিতে বেআইনিভাবে নির্মাণ কাজ হচ্ছিল। সরেজমিনে তদন্ত করে এদিন তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।