চালক ঘুমিয়ে পড়ায় কাঁকসায় দুর্ঘটনায় গাড়ি, আহত ৩
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১২ডিসেম্বরঃ
রাজ্য সড়কে দুর্ঘটনায় পড়ল একটি চার চাকার গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়ির তিনজন আরোহী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার অন্তর্গত ইলামবাজার কাঁকসা রাজ্য চারমাইল এলাকায় ইলামবাজার কাঁকসা রাজ্য সড়কের উপর।
ওই গাড়িরই এক আরোহী মনোজ আগরওয়াল জানান, তাঁরা আসানসোলের নিয়ামতপুর থেকে ওই গাড়িতে করে বোলপুরে যাচ্ছিলেন। চারমাইল এলাকায় আচমকাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার ধারে নেমে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। চালক সহ আরো দুজন আরোহী জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কাঁকসা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে। এরপর ক্রেন এনে ঘাতক গাড়িটিকে উদ্ধার করা হয়। মনোজবাবু জানান সম্ভবতঃ চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে গেছিলেন। সেই কারনেই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।