এবারেও দুর্গাপুরে হতে চলেছে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভ্যালে
আমার কথা, দুর্গাপুর, ২৮ সেপ্টেম্বরঃএই বছর তিন বছরে পা রাখতে চলেছে দুর্গাপুরের দুর্গাপুজা কার্নিভাল। এই উপলক্ষ্যে শনিবার দুর্গাপুর নগর নিগমে একটি প্রশাসনিক বৈঠক হয়ে গেল। কলকাতার ধাঁচে সমগ্র জেলা জুড়ে শুরু হয়েছে দুর্গাপুজার কার্নিভাল। দুর্গাপুরেও বেশ সমারোহে এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে গত দু বছর ধরে। এবছরও দুর্গাপুর শহর সহ সংলগ্ন এলাকার মানুষজনকে প্রতিমা দেখার জন্য এই কার্নিভালের ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
শনিবার মন্ত্রী প্রদীপ মজুমদারও জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন এবং পুজো কার্নিভালের ব্যাপারে সবুজ সংকেত দেন। ফলে এবারও শিল্পতালুক, দুর্গাপুরের বাসিন্দারাও সাক্ষী থাকবেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভ্যালে। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ শনিবার একটি বৈঠক করা হয় দুর্গাপুরে। বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পোন্নমবলম এস, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর পৌরসভার পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত ও ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা সহ একাধিক সরকারি আধিকারিক ও পুজো কমিটির সদস্যরা। সকলের সর্বসম্মতিক্রমে ও সহযোগিতায় গত দুবছরের ন্যায় এবছরও কলকাতার আদলে দুর্গাপুর পুজো কার্নিভাল করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে স্থির হয়েছে, দশমীর পর আগামী ১৪ অক্টোবর দুর্গাপ্রতিমাা বিসর্জনের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজীব গান্ধী ময়দান থেকে কার্নিভালের রোড শো শুরু হবে এবং রোড শো শেষ হবে দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায়। কার্নিভালে অংশগ্রহণের জন্য পুজো কমিটিগুিলিকে আহ্বান জামানো হয়েছে। মূলত বিগ বাজেটের পুজোগুলি কার্নিভালে অংশগ্রহণ করবে। তবে বিগ বাজেটের কোন পুজোগুলি এবং কতগুলি পুজো কার্নিভালে অংশ নেবে, তা এখনও স্পষ্ট নয়।