ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ল বর্ধমান শহরের প্রবেশদ্বার
আমার কথা, পূর্ব বর্ধমান(বর্ধমান), ২৯ এপ্রিলঃ
ঝড়ের দাপটে উল্লাস মোড়ে ভাঙলো শহরে প্রবেশ দ্বার। যদিও এতে কোনো হতাহতের খবর নেই, তবে ঝড়ের দাপটে আচমকা এই প্রবেশ দ্বার ভেঙ্গে পড়ায় আতঙ্ক তৈরী হয় এলাকায়।
প্রসঙ্গতঃ দীর্ঘ অপেক্ষার পর দেখা গেল বর্ধমানের কালবৈশাখী ঝড় সঙ্গে বৃষ্টি। ফলে প্রচন্ড গরম এবং রোদের দাপটে নাহেজাল বর্ধমানবাসী এই বৃষ্টির কারনে একটু স্বস্তি পেল। তবে সাধারণ মানুষ জনকে এই গরমের হাত থেকে সাময়িক মুক্তি দিতে কয়েকদিন ধরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় ঠান্ডা পানীয় জলের আয়োজন করেছিলেন এবং মানুষকে স্বস্তি দিতে জলছত্রের আয়োজন করা হয়, দীর্ঘ অপেক্ষার পরে একটু বৃষ্টি হওয়ায় স্বস্তি পেল বর্ধমান শহরের মানুষ। যদিও একটু বৃষ্টি হওয়ায় অনেকটাই তারা স্বস্তির পেয়েছেন তবে আরেকটু বৃষ্টিপাত হলে হয়তো ভালো হতো বলে জানিয়েছেন বর্ধমান শহরের মানুষ।
তবে পাশাপাশি এই ঝড়ের কারনে বর্ধমান শহরে প্রবেশদ্বার ভেঙ্গ পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাবাসীদের মধ্যে। পৌরসভার তৈরী বিশাল লোহার কাঠামো দিয়ে তৈরী করা হয়েছিল এই প্রবেশদ্বারটি, যেটি জাতীয় সড়কের উপর ভেঙে পড়ে। হতাহতের কোন ঘটনা নেই বলেই জানা গিয়েছে।