করোনায় আক্রান্ত দুর্গাপুর ইস্পাত কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪অক্টোবরঃ
এক দুর্গাপুর ইস্পাত কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের সিটি সেন্টারের প্রণবানন্দ রোডে। নিজের ঘর থেকে গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় ওই ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, বছর পঞ্চাশের অবিবাহিত ওই ইস্পাত কর্মী তার এক ভাইয়ের সাথে থাকতেন সাথে থাকেন এক পরিচারিকা। দিন কয়েক আগে ওই ব্যাক্তির সোয়াব টেস্ট হয় আর শুক্রবার রাতে সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই গতকাল ওই ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
খবর দেওয়া হয় পুলিশকে, খবর পেয়েই ওই ব্যাক্তির বাড়িতে যায় দুর্গাপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে। এরপর নিয়ম মেনে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত হয়ে গেলে সরকারী নিয়ম অনুযায়ী ওই ব্যাক্তির মরদেহ দাহ করা হবে।