লতা মঙ্গেশকরে শ্রদ্ধা জানিয়ে উখরায় স্বাস্থ্যমেলা শুরু
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ১৩ ফেব্রুয়ারীঃ
রবিবার উখড়া বাজপাই মোড়ে সাড়ম্বরে আয়োজিত হল স্বাস্থ্য মেলা। স্থানীয় নবভারতী সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য মেলাটি এবার পরল ১২তম বর্ষে। প্রদীপ জ্বালিয়ে মেলার সূচনা করেন রানীগঞ্জ ও জামুড়িয়ার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও হরেরাম সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ (পশ্চিম বর্ধমান) কালোবরন মন্ডল, মিনতি হাজরা, অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু,উখরা পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ, শিক্ষাবিদ শ্রীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। মেলায় শ্রদ্ধাঞ্জলি জানানো হয় সদ্য প্রয়াত সংগীত শিল্পী লতা মঙ্গেশকর কে। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিরা। এবারে স্বাস্থ্য মেলায় ছিল ২২টি স্টল। উপস্থিত ছিলেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ, হূদরোগ, শিশুরোগ, চক্ষু, অস্থি সহ বিভিন্ন রোগের ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ক্লাবের পক্ষে রাজু মুখোপাধ্যায় ও সুমিত বন্দ্যোপাধ্যায় জানান গতবছর করোনা সংক্রমণের কারণে মেলার আয়োজন করা হয়নি। বিধি নিষেধ শিথিল হওয়ায় এবার স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে। চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য এদিন পনের’শো জন নাম নথিভুক্ত করিয়েছে। বিনামূল্যে ওষুধ বিতরণ ও বিভিন্ন রোগের প্যাথলজি টেস্টের সুবিধা মেলায় রয়েছে বলে জানান তারা।