অবৈধ বালিখননে স্থানীয়দের ক্ষোভ, ব্যবস্থার আশ্বাস প্রশাসনের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২১জুনঃ
অন্ডালের মদনপুরে অবৈধ বালি খননের বিরুদ্ধে সরব হলেন বাসিন্দারা। খবর পেয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল প্রশাসন।
অন্ডালের মদনপুর গ্রাম সংলগ্ন দামোদর নদী থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরে চলছে বালি খনন। যন্ত্রের সাহায্যে তোলা হচ্ছে বালি।
যার ফলে বিপদ বাড়ছে গ্রাম সংলগ্ন নদীঘাট গুলিতে। মদনপুরে কোন বৈধ বালিঘাট নেই বলে স্থানীয়দের অভিযোগ। তারা জানান নদীর ওপারে অর্থাৎ বাঁকুড়া জেলার তেওয়ারি মানায় বালি তোলা ঘাট রয়েছে। কিন্তু এই ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা সেই নির্দেশ অমান্য করে মদনপুর গ্রাম সংলগ্ন নদীর অংশ থেকে বালি তুলে তা পাচার করছে। পাচারকারীরা সরকারি নিয়ম নীতি মানছে না বলে অভিযোগ। তারা জানান অধিক মুনাফার জন্য কারবারিরা যন্ত্রের সাহায্যে বালি উত্তোলন করছে। যার ফলে বিপদ বাড়ছে নদীতে। গাড়ি আসা-যাওয়া করার জন্য নদীর মাঝে অবৈধভাবে বাধ দেওয়া হয়েছে বলেও জানান তারা। যার ফলে নদীর গতিপথ বদলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা তথা কংগ্রেস নেতা রবীন মিশ্র,বিজেপি দলের পক্ষে জয়ন্ত মিশ্রা-রা জানান গ্রাম সংলগ্ন নদী ঘাটে গ্রামবাসীদের শব দাহ করার জন্য একটি শ্মশান রয়েছে। সম্প্রতি বালি মাফিয়ারা সেখান থেকেও বালি তোলা শুরু করেছে। বিষয়টি জানার পরে সরব হয়েছেন বাসিন্দারা। সোমবার স্থানীয় বিডিও, বিএলআরও, থানা ও মহকুমার শাসক কে বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে বলে জানান তারা। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে যান অন্ডাল থানার আধিকারিক শান্তনু অধিকারী ও বিডিও সুদীপ্ত বিশ্বাস । মহকুমার শাসক (দুর্গাপুর) শেখর কুমার চৌধুরী জানান বিষয়টি জানার পরই স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।