সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু আসানসোলের প্রখ্যাত ব্যবসায়ী পুত্রের
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ২৬জুনঃ
সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে আসানসোলে। মৃত ওই তরুন ব্যবসায়ীর নাম সৌরভ মিহারিয়া(৩৮)।
আসানসোলে প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী মিহারিয়া পরিবারের সদস্য সৌরভ আজ অর্থাৎ রবিবার সকালে আসানসোল ক্লাবের সুইমিং পুলে সাঁতার কাটতে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে একটি বেসরকারী হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে জানান।
ক্লাবের সভাপতি সোমনাথ বিসোয়াল জানান, আমি সকালে খবরটা জানতে পারি। খুবই দুঃখজনক ঘটনা। কিভাবে যে কি হয়ে গেল কিছুই বোঝা গেল না। অথচ সৌরভ খুব ভাল একজন সাঁতারু ছিলেন। প্রাথমিক অনুমানে মনে হচ্ছে সম্ভবতঃ হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারন জানা যাবে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে প্রখ্যাতব্যবসায়ী পরিবার মাহারিয়া পরিবারে।