তলিয়ে গেল যুবক, প্রশাসনিক ভূমিকায় অসন্তুষ্ঠ চিরকুন্ডায় স্থানীয়দের বিক্ষোভ
আমার কথা, আসানসোল, ৯ সেপ্টেম্বর:
শনিবার ঝাড়খন্ডের চিরকুন্ডা থানার অন্তর্গত বরাকর নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দুই যুবক, যদিও একজন যুবককে উদ্ধার করতে সফল হলেও আরেক যুবককে উদ্ধার করা যায়নি বলে খবর। তবে প্রশাসনের থেকে ডুবুরি সময়মতো আনা হয়নি বলে অভিযোগ তোলেন তলিয়ে যাওয়া যুবকের পরিবার ও স্থানীয় মানুষ। এর ফলে বরাকর চিরকুন্ডা সংযোগ ব্রিজ জ্যাম করে টাইয়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ প্রায় চারঘন্টা পর পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আশ্বাস দেয় দ্রুত ডুবুরি এনে তলিয়ে যাওয়া যুবকের খোঁজ চালানো হবে নদীতে৷ খবর সূত্রে যানা যায় চিরকুন্ডা থানার অন্তর্গত দাসপাড়ার বাসিন্দা যুবক গণেশ দাস এবং রাজু দাস স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যায়। যদিও কিছুক্ষন পর তলিয়ে যাওয়া গণেশ দাসকে উদ্ধার করা সম্ভব হলেও রাজুকে পাওয়া যায়নি।