জমির বিনিময়ে চাকরীর প্রতিশ্রুতি দিয়েও তা না রাখায় পান্ডবেশ্বরে অনশনে জমিদাতারা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ৮জুলাইঃ
চাকরীর প্রতিশ্রুতিতে জমি দিয়ে আজও সেই চাকরী না মেলায় এবার অনসনের পথে পা বাড়ালেন জমিদাতারা। অবিলম্বে তাদের প্রতিশ্রুতি মাফিক চাকরী দেওয়া হোক, এই দাবি নিয়ে আজ বুধবার সকালে ইসিএলের শোনপুর বাজারি এরিয়া অফিসের সামনে ধর্ণায় বসেন তাঁরা।
জমিদাতা পার্থ ঘোষ, অমিত মুখার্জীরা জানান যে, খনি সম্প্রসারণের জন্য বেশ কয়েক বছর আগে শোনপুর বাজারি কর্তৃপক্ষ এলাকায় জমি অধিগ্রহণ করে। ইসিএলের নিয়ম অনুযায়ী প্রতি দুই একর জমিতে একজন জমিদাতার চাকরি পাওয়ার কথা ছিল, কিন্তু এলাকার ৭৮ জন জমিদাতাকে এখনো চাকরিতে নিয়োগ করা হয়নি। চাকরি না দিয়েই অধিকৃত জমিতে কয়লা উত্তোলনের কাজ বেশ কিছুদিন আগেই শুরু করেছে সংস্থা। প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র দিয়েই চাকরিতে নিয়োগের আবেদন করেছিলেন জমিদাতারা। এখন সংস্থার পক্ষ থেকে জমিদাতাদের কাছ থেকে জমির দলিলের চেইন ডিড ও আর এস পর্চা চাওয়া হচ্ছে। যার জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে আছে বলে সংস্থা জানিয়েছে বলে দাবি করেন জমিদাতা। চাকরির নিয়োগ পত্র দিতে সংস্থার বারবার টালবাহানার কারণেই এদিন থেকে আমরণ অনশনে বসেছেন বলে জানান তারা। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত অনশন চলবে বলেও হুঁশিয়ারি দেন জমিদাতা।
অন্যদিকে নিয়োগ প্রক্রিয়ায় বিলম্বের কারণ প্রসঙ্গে সংস্থার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।