এবার চাকরি হারালেন দুর্গাপুরের একটি স্কুলের টিচার ইনচার্জের
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১৭জুনঃ
আদালতের নির্দেশে কাজ হারালেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ সুশান্ত কুমার চ্যাটার্জী। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খনি অঞ্চলের শিক্ষা মহলে।
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। উচ্চ আদালতের পর্যবেক্ষণে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে কোর্টের নির্দেশে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে একাধিক শিক্ষককে। যারা কাজ হারিয়েছে তাদের মধ্যে তালিকায় রয়েছেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত কুমার চ্যাটার্জীর নামও। তিনি স্কুলে টিচার ইনচার্জ পদের দায়িত্ব ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে লাউদোহা গ্রামের মাস্টার পাড়া-র বাসিন্দা সুশান্ত চ্যাটার্জি। শিক্ষকতা-র চাকরিতে যোগ দেওয়ার আগে সুশান্ত বাবু চুক্তিভিত্তিতে কাজ করতেন দুর্গাপুর ফরিদপুর ব্লক অফিসে। টেট পরীক্ষা দিয়ে ২০১৮সালে-র জানুয়ারি মাসে তিনি শিক্ষক হিসাবে কাজে যোগ দেন অন্ডাল ব্লক এর একটি বিদ্যালয়ে। ২০১৯ সালে আবেদনের ভিত্তিতে তিনি যোগ দেন নবঘনপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। গত ১৫ তারিখ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দপ্তরে কাজ থেকে বরখাস্ত করার জন্য নামের একটি তালিকা পাঠায় উচ্চ আদালত। সেই তালিকায় নাম রয়েছে শিক্ষক সুশান্তবাবু-র।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দুর্গাপুর নর্থের এসআই সুধাংশুশেখর চক্রবর্তী জানান এটি আদালতের নির্দেশ। নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার লাউদোহা গ্রামে সুশান্ত বাবুর বাড়ি গেলে দেখা যায় বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। বহু ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। সুশান্ত বাবুর চাকরি যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই এদিন স্কুলের সামনে জটলা করেছিলেন স্থানীয়রা। তবে তারাও এই বিষয়টি নিয়ে কেউ কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি।