দুর্ঘটনা এড়াতে পান্ডবেশ্বরে ভাঙ্গা হল জরাজীর্ণ আবাসন
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৮ নভেম্বরঃ
দুর্ঘটনা এড়াতে ভাঙ্গা হলো খনি সংস্থা ইসিএলের কুমারডিহি বি-কোলিয়ারি-র পরিত্যক্ত বেশ কয়েকটি আবাসন প্রকল্পের। রবিবার আবাসন গুলি ভাঙ্গার সময় উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিকরা ছাড়াও পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা।
স্থানীয়রা জানান খনিতে কাজ করা কর্মীদের জন্য সংস্থার নিজস্ব আবাসন রয়েছে। পাশাপাশি পুরনো পরিতক্ত আবাসন গুলির দখল করে বসবাস করে বহিরাগতরা। মাঝে মধ্যেই বহিরাগতদের উচ্ছেদ করতে অভিযান চালায় সংস্থা। কিন্তু কিছুদিনের মধ্যেই ফের আবাসন গুলি দখল হয়ে যায়। পুরাতন জরাজীর্ণতার কারণে আবাসন গুলিতে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে এবার পরিত্যক্ত আবাসন গুলি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সংশ্লিষ্ট কোলিয়ারির পার্সোনাল ম্যানেজার পল্লব বন্দ্যোপাধ্যায় জানান এদিন ১৬টি পরিত্যক্ত আবাসন ভাঙ্গার কাজ হয়। বাকি পরিত্যক্ত আবাসন গুলো ও ভেঙ্গে ফেলা হবে বলে জানান তিনি।