বিদ্যুৎকর্মীর দুর্ঘটনায় মৃত্যু, ধামসা মাদল বাজিয়ে দুদিন ধরে টানা বিক্ষোভ
আমার কথা, আসানসোল, ৮ মার্চঃ
আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত ডিভিসি কল্যাণেশ্বরী সাব স্টেশনে কর্মরত অবস্থায় এক অস্থায়ী কর্মী সাহেব লাল মুর্মু (৪২) বিদ্যুৎ পৃষ্ট হয়ে পড়েন। জানা গেছে ওই অস্থায়ী কর্মী কুলটির কদভিটা পুরান্ডির বাসিন্দা। গত ১৫তারিখ ডিভিসি কল্যাণেশ্বরী সাবস্টেশনে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় ওই অস্থায়ী কর্মী বিদ্যুৎ স্পষ্ট হয়ে গুরুতর আহত হন। এর পর তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বৃহস্পতিবার সকালে ওই কর্মীর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বলে খবর। এর পর মৃত দেহ ময়না তদন্তের পর ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ডিভিসি কল্যাণেশ্বরী সাবস্টেশনের গেটের সামনে মৃতদেহ রেখে পরিবার ও স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিন প্রাথমিক পর্যায়ে ধামসা মাদল বাজিয়ে ওই কর্মীর মৃতদেহ গেটের সামনে রেখে বিক্ষোভ দেখানো হয় ক্ষতিপূরণের দাবিতে। বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার সকালেও চলতে থাকে এই বিক্ষোভ। রাস্তায় বাঁশ দিয়ে পথ অবরোধ ও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানা ও চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছায়।