দুর্গাপুরে বিগ বাজেটের ক্রিকেট টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন নিয়ে বিতর্কে তৃণমূল প্রার্থী
আমার কথা, দুর্গাপুর, ২২ মার্চঃ
দ্বিতীয় দফার ইনিংসের ভোট প্রচারের শুরুতেই বিরোধীদের আক্রমণের মুখে পড়লেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। একটি ক্রিকেট টুর্ণামেন্টকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে শিল্পাঞ্চল রাজনীতিতে।
দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে দ্বিতীয় বর্ষে পা রাখলো এই টুর্নামেন্ট। বিগ ব্যাশ-২০২৪ নামে টেনিস বলের এই ক্রিকেট টুর্ণামেন্ট গত বছর সিটিসেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গণে আয়োজিত হয়েছিল। এবার এই টুর্ণামেন্টটির আয়োজন করা হয়েছে ডিএসপি টাউনশিপের নেহেরু স্টেডিয়ামে। চলতি মাসের ২৯ তারিখ এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী উষা উত্থুপ। ৩০ মার্চ আয়োজিত হবে কর্পোরেট প্রদর্শনী ক্রিকেট ম্যাচ।৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশের বিভিন্ন রাজ্যের টেনিস বলের ১৬ টি ক্রিকেট দলে দেশের টেনিস বলের তারকারা এই প্রতিযোগিতায় অংশ নেবেন।৪ এপ্রিল ফাইনাল ম্যাচে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ১৯৮৩ র ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের আরও এক গুরুত্বপূর্ণ সদস্য ব্যাটসম্যান হিসাবে যার খ্যাতি সেই সন্দীপ পাটিল। বুধবার সন্ধ্যায় এই টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন করলেন ৮৩’এর বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চর্চা দুর্গাপুরে। এই ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার মূল প্রায় কোটি টাকা। টুর্ণামেন্টের ঘোষণার পরেই ময়দানে নেমে পরে বিরোধী দলগুলি। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশও ঠুকেছেন সিপি(আই)এম এর জেলা সম্পয়াদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। নির্বাচনের কমিশনের কাছে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
পঙ্কজ রায় সরকার বলেন, “এত টাকা খরচ করে একটা ক্রিকেট প্রতিযোগিতা করা হচ্ছে দুর্গাপুরে, যার ট্রফি উন্মোচন করে তৃণমূল প্রার্থী। এর মানে প্রার্থী নিজের প্রচারের জন্য এই মঞ্চটিকে ব্যবহার করছেন। তিনি নির্বাচনের বিধি ভেঙে কোটি তাকার খেলাকে প্রমোট করছেন। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিযোগিতার খরচ প্রার্থীর ভোটের খরচের মধ্যে দেখানোর দাবি করেছি।
বিজেপি বিধায়ক লক্ষ্মম ঘোড়ুই বলেন, “কোটি টাকার টুর্নামেন্ট হচ্ছে। এই টাকার উৎস কি? আসলে তৃণমূল এখানে কয়লা, বালি, লোহা পাচারের টাকা এগুলো। সেটাকেই প্রমোট করহেন প্রার্থী। এটা নির্বাচনের বিধিকে ভঙ করেছে। আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবো।
যার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে সেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, “আমি এখনও মনোনয়ন জমা করিনি। তাই ভোটের খরচে দেখানোর প্রসংগতা অবান্তর। সিপিএম যদি প্রচারের জন্য স্করপিও গাড়িতে চাপে তার মানে তাঁরা সেই গাড়িকে প্রমোট করছে? তাহলে তাদেরও সেই কোম্পানীর পুরো টাকা দিতে হবে? আসলে এদের আর কোনো অস্তিত্ব নেই পুরো খোকলা হয়ে গেছে। তাই উল্টোপাল্টা বকছে।