খনি অঞ্চলে সর্বসম্মতিক্রমে তিনটি পঞ্চায়েত সমিতিতেই বোর্ড গঠন করল তৃণমূল
আমার কথা, অন্ডাল, ১৪ আগস্ট:
সোমবার খনি অঞ্চলের তিনটি পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল তৃণমূল। বোর্ড গঠন ঘিরে কোথাও অশান্তি হয়নি বলে দাবি প্রশাসনের।
সোমবার খনি অঞ্চলের অন্ডাল, পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকে সম্পূর্ণ হল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। তিনটি সমিতিতেই বোর্ড গড়ল তৃণমূল কংগ্রেস। বেলা ১১-টায় বোর্ড গঠন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই পঞ্চায়েত সমিতি অফিস গুলির বাইরে ছিল তৃণমূল কর্মী সমর্থকদের বড় জমায়েত। বোর্ড গঠন ঘিরে যাতে কোন অশান্তি না হয় সেই জন্য সকাল থেকেই পঞ্চায়েত অফিস গুলির সামনে ছিল পুলিশ মোতায়েন। পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন রমা রুইদাস, সহ-সভাপতি জলধর হেমব্রম। অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি পদটি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এখানে সুমিতা কোড়া ও সহ-সভাপতি হন শ্যামাপ্রসাদ ভট্টাচার্য। দুর্গাপুর ফরিদপুর ব্লকে সভাপতি মনোনীত হন কল্যাণ মন্ডল সহ-সভাপতি পদে শপথ নেন স্বাধীন গোপ। এদিন সবকটি পঞ্চায়েত সমিতিতেই সভাপতি ও সহ-সভাপতিরা নির্বাচিত হন সর্বসম্মতিক্রমে। কোথাও কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি।
বোর্ড গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই বাজনা ও সবুজ আবির উড়িয়ে উৎসবে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা। উন্নয়নের কাজে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করব বলে জানান পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি রমা রুইদাস।